ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্
Published : Wednesday, 6 January, 2021 at 3:37 PM
নতুন তারিখের বিষয়টি গ্র্যামি অ্যাওয়ার্ডস আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং অ্যাকাডেমি নিশ্চিত করেছে গণমাধ্যমে।‘লস অ্যাঞ্জেলেসে করোনা পরিস্থিতি এখন বেশ অবনতির দিকে। হাসপাতালগুলোতে উপচেপড়া ভিড়। আইসিইউ-গুলো ভরে গেছে রোগীতে। স্থানীয় ও জাতীয় সরকারেরও বিধিনিষেধ রয়েছে অনুষ্ঠান আয়োজনে। এসব বিবেচনা করে আমরা ৩১ জানুয়ারির আয়োজনটি স্থগিত করেছি।’ বলেন রেকর্ডিং একাডেমির সিইও ও সভাপতি হার্ভে মেসন জুনিয়র।গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী নির্মাতা বেন উইনস্টনের সাথে এক যৌথ বিবৃতিতে তারা আরও বলেন, ‘জীবনের চেয়ে আর কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। এই আয়োজনের সঙ্গে জড়িত রয়েছেন সংগীতাঙ্গনের শতাধিক মানুষ, তাদেরকেও আমরা ডেকে এনে বিপদে ফেলতে চাই না।’২০২১ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকার শীর্ষস্থানে রয়েছে বিয়োন্সে, যিনি ৯ নম্বর পেয়ে সবার উপরে অবস্থান করছেন। এরপরে রয়েছে পপ সুপারস্টার টেলর সুইফট, রডি রিচ ও দুয়া লিপা।১৯৫৯ সালের ৪ মে প্রথম অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার।