ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে
Published : Wednesday, 6 January, 2021 at 4:04 PM
কুমিল্লা জেলা  ক্রীড়া অফিসের আয়োজনেকুমিল্লার চান্দিনা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চান্দিনা মডেল সরকারী পাইলট উ”চ বিদ্যালয়ে গতকাল বুধবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  এ প্রতিযোগিতার  উদ্বোধন করেন চান্দিনার  উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
 
এছাড়া অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন চান্দিনা মডেল সরকারী পাইলট উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক, চান্দিনা উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক গৌতম কুমার দেব। চান্দিনা উপজেলার ০৪ টি প্রতিষ্ঠানের  ৫০ জন বালক-বালিকা  ও শিক্ষক (একক-দ্বৈত) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  
 
জেলা ক্রীড়া অফিসার জানান,একমাত্র ক্রীড়া চর্চার মধ্যে দিয়ে সু¯’ সবল জাতি গঠন করা যায়। শারীরিক ও মানসিক বিকাশে যে কোন ধরণের ক্রীড়া চর্চা অনসীকার্য। এ প্রতিযোগিতার ফলে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ  শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও ¯’ানীয় গণ্যমান্য ব্যাক্তি উপ¯ি’ত ছিলেন