ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা পৌর নির্বাচন পৌর আ’লীগের প্রতিবাদ
Published : Thursday, 7 January, 2021 at 12:00 AM, Update: 07.01.2021 1:01:57 AM
চান্দিনা পৌর নির্বাচন পৌর আ’লীগের প্রতিবাদবিশেষ প্রতিবেদক: আসন্ন চান্দিনা পৌরসভা নির্বাচনে গণমাধ্যমে দুই প্রার্থীর মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন চান্দিনা পৌর আওয়ামীলীগ।
বুধবার (৬ জানুয়ারী) চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে ওই প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন- বুধবার (৬ জানুয়ারী) দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজ পত্রিকায় আওয়ামীলীগ প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়ার বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ও স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেন সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রচারের মাধ্যমে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ক্ষেপিয়ে তোলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা চান্দিনা পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদলিপিতে তিনি আরো জানান- আসন্ন পৌর নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই অবাধ ও সুষ্ঠুভাবে তাদের স্ব-স্ব নেতা-কর্মীদের সাথে নিয়ে ভোটের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের প্রচারণা জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ভাবে প্রচার হচ্ছে। তারপরও ওই দুই প্রার্থী মনগড়া বক্তব্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
জননেত্রী শেখ হাসিনা চান্দিনা পৌরসভা নির্বাচনে যার হাতে নৌকা তুলে দিয়েছেন তিনি একজন শান্তিপ্রিয় মানুষ। চান্দিনা উপজেলা আওয়ামীলীগের কান্ডারী প্রবীণ রাজনীতিবিদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র দেশের রাজনীতিতে কিনম্যান হিসেবে খ্যাতি রয়েছে। তিনি যেমন নোংরা রাজনীতি বিশ্বাস করেন না, তার অনুসারী হয়ে আমরাও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এ পর্যন্ত চান্দিনা পৌর নির্বাচনে কোন একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। প্রার্থীদের কেউ হুমকি দিয়েছে বা তাদের প্রচারণায় কেউ বাঁধা দিয়েছে তার কোন প্রমান তারা দিতে পারবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রার্থীদের অনুরোধ জানান তিনি।
এদিকে, বুধবার বিকেলে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূইঁয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের রারিরচর চান্দেরপাড় এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে ওই প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান। এসময় তিনি জানান- আমার জনপ্রিয়তার ইর্শাণি¦ত হয়ে ওই দুই প্রার্থী গুজব রটিয়ে ভোটার ও প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।