রণবীর
ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় পৌর নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা
চালিয়ে যাচ্ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিন যতই ঘনিয়ে আসছে ভোট
প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বার ততই বেশি যাচ্ছেন তারা। কি সকাল আর কি
সন্ধ্যা। প্রতিটি মুহুর্তই যেন তাদের এখন অতিগুরুত্বপূর্ণ। এক মুহুর্ত
সময়ও নষ্ট করতে চান না প্রার্থীরা।
ফসলী মাঠের কৃষক, রাস্তার রিক্সা
চালক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে জড়িয়ে ধরে আপন করে নিতে নানা
কৌশল অবলম্বন করছেন তারা। নারী ভোটারদের প্রাধ্যন্য দিয়ে বয়োজ্যেষ্ঠদের
‘মা’ ও কনিষ্ঠদের ‘বোন’ সম্বোধন করে পরিবারের সদস্যের ন্যায় সম্মান ও
ভালবাসা বিলিয়ে দিচ্ছেন।
পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে প্রচার-প্রচারণায়
সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া
(নৌকা) ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেন (জগ)। ওই দুই
প্রার্থী ও তাদের সমর্থিত নেতা-কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ৯টি
ওয়ার্ডেই বিচরণ করতে দেখা গেছে। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে নিজেদের
ভোট প্রার্থনা করেন তারা।
দেশের অন্যতম বিরোধীদল বিএনপি প্রার্থী শাহ্
মো. আলমগীর খান ঘুরছেন অনেকটা নিরবে। আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র
প্রার্থী নেতা-কর্মীদের নিয়ে সকাল থেকে রাত অবধি মানুষের বাড়ি-বাড়ি ঘুরে
ভোট প্রার্থনা করলেও সন্ধ্যার পর বেশি একটা বের হননা বিএনপি প্রার্থী।
স্বল্প নেতা-কর্মী সাথে নিয়ে অনেকটা নিরবে ভোটারদার কাছে ঘুরছেন তিনি।
লিবারেল
ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ জাকি (ছাতা)
কিছুটা প্রচারণায় থাকলেও পোস্টার সাঁটানোতে সীমাবদ্ধ রয়েছেন ইসলামী আন্দোলন
বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম (হাত পাখা)।
বুধবার (৬
জানুয়ারী) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া পৌরসভার ৬নং ওয়ার্ড
রারিরচর ও ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকায় নির্ধারিত ২টি উঠান বৈঠকের পাশাপাশি ওই
দুই ওয়ার্ডের অনেক ভোটারদের বাড়ি-বাড়ি ঘুরে প্রচারণা করেছেন।
এসময়
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল
জলিল, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম সাধারণ
সম্পাদক মোখলেছুর রহমান দুলু, অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক
অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।
স্বতন্ত্র
প্রার্থী মো. শামীম হোসেন বুধবার সকাল থেকে চান্দিনা পৌরসভার ৬নং ওয়ার্ডের
বড় গোবিন্দপুর এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নিজের প্রতীকে
আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে মেয়র পদে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগে তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. হারুনুর রশিদ ,
মো. হুমায়ুন কবির মজুমদার, মো. রাশেদুল ইসলাম, মো. শামীম হোসেন সরকার,
জামাল উদ্দিন, মো. ইউনুছ, মো. শওকত জামান, মো. আহসান উল্লাহ সহ স্থানীয়
নেতাকর্মী ও সমর্থকরা।
অপরদিকে বুধবার দিনভর বিএনপি প্রার্থী শাহ্ মো.
আলমগীর খান পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রতিটি বাড়ি-বাড়ি ঘুরে ভোট প্রার্থনা
করেন। এসময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মেয়র
প্রার্থীদের সাথে প্রচারণায় পিছিয়ে নেই সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত
নারী কাউন্সিলর প্রার্থীরা। আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে চান্দিনা
পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।