ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কমান্ডার  আবুল বাশারকে জামুকা প্রতিনিধি না করার আহবান আরেক সাব সেক্টর কমান্ডারের
Published : Thursday, 7 January, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। মুক্তিযোদ্ধকালীন থানা কমান্ডার আবুল বাসারকে জামুকা প্রতিনিধি না করার আবেদন জানিয়েছেন বৃহত্তর লাকসাম থানা ৩নং সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও এডভোকেট মো: আবুল বাসার। আবুল বাসারকে এ পদে পদায়িত না করার জন্য গত ১৪ ডিসেম্বর সাব সেক্টর কমান্ডার মো: আবুল বাসার বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ অনুলিপি তিনি মন্ত্রী পরিষদের সচিব, মন্ত্রী পরিষদের বিভাগীয় প্রধান মন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, সিনিয়র সচিব স্থানীয় সরকার মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রওণালয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পািরচালক, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।
বৃহত্তম লাকসাম থানা ৩নং সাব সেক্টর কমান্ডার মো: আবুল বাসার লিখিত অভিযোগে উল্লেখ করেন, মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার আবুল বাসারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অথচ এখন তাকে জামুকা প্রতিনিধি করা হচ্ছে। তা অত্যন্ত দু:খজনক বিষয়ক।
মো: আবুল বাসার আরো উল্লেখ করেন, এক ঘটনায় কমান্ডার বাসার গ্রেফতার হয়ে ৬/৭ বছর জেল খাটেন এবং জাতির জনকের হত্যার পর জিয়া সরকারের আশীর্বাদে জেল থেকে মুক্ত হয়ে জাতির জনকের হত্যাকারীদের সাথে যুক্ত হয়ে বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার কাজে এখনও লিপ্ত আছে। তাকে যদি যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয় তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই করার কাজটি সঠিকভাবে মূল্যায়িত হবে না।
তাই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বৃহত্তর লাকসাম থানা ৩নং সাব সেক্টর কমান্ডার মো: আবুল বাসার বিনীত অনুরোধ জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দায়েরের ঘটনায় মনোহরগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে।