সমালোচনা আমাদের প্রাপ্য : মিসবাহ
Published : Saturday, 9 January, 2021 at 12:00 AM
নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হার ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের অবস্থা সঙ্গীন। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। সাবেক স্পিডস্টার শোয়েব আখতার তো বলেই দিয়েছেন, স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে পাকিস্তান। আরেক সাবেক পেসার আকিব জাভেদের মতে, মিসবাহ উল হকের স্কুল দলের কোচ হওয়ার যোগ্যতা নেই। এমতাবস্থায় সব সমালোচনা মাথা পেতে নিলেন পাকিস্তান কোচ মিসবাহ উল হক।
ব্যর্থতার দায়ভার নিয়ে মিসবাহ বলেন, 'এসব সমালোচনা যৌক্তিক। এমন পারফরম্যান্সের পর সমালোচনা আমাদের প্রাপ্য। যারা সমালোচনা করছে, সবাই দলের সামর্থ্য ও সম্ভাবনায় বিশ্বাস রাখে। যখন লোকে অনেক প্রত্যাশা করে আমাদের কাছে, কিন্তু আমরা পূরণ করতে পারি না, সমালোচনা তখন হবেই।'
দুই টেস্টেই পাকিস্তানের ফিল্ডাররা অনেকগুলো ক্যাচ ছেড়েছে। সহজ অনেক ক্যাচ তারা নিতে পারেনি। মিসবাহর চোখে এটাই দলের ব্যর্থতার মূল কারণ, 'আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আগেও যেটা পাকিস্তান ক্রিকেটে দেখা দেখে, ক্যাচগুলো ঠিকমতো নেওয়া। ক্যাচ ছেড়েই এই সিরিজে আমাদের সম্ভাবনায় চোট লেগেছে। দুই টেস্টে অনেক ক্যাচ হাতছাড়া করেছি আমরা। এখানে আমাদের অনেক কাজ করতে হবে।'