ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের বাংলাদেশের প্যারেড
Published : Tuesday, 26 January, 2021 at 6:53 PM
ভারতের বাংলাদেশের প্যারেড বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। তাই ভারতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিলেন বাংলাদেশের ১২২ জন সেনা সদস্য।
ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা দলের প্যারেড।
তখন সকাল ১০টা বেজে আট মিনিট।  দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলছে। সেই প্যারেডে অংশ নিয়ে রাজপথ ধরে এগিয়ে এলেন বাংলাদেশের স্থল, বিমান ও নৌ বাহিনীর ১২২ জন সদস্য। সামনে বাংলাদেশের পতাকা। তার সঙ্গে স্থল, বিমান ও নৌবাহিনীর পতাকা। এই প্রথম ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলাদেশের সেনারাও। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিলেন তারা। এই নিয়ে তৃতীয়বার। এর আগে ফ্রান্সসহ দুইটি দেশের সেনাকে দেখা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। এবার বাংলাদেশ সেই সম্মান পেল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের অবদান আছে। ফলে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২৬ জানুয়ারির প্যারেডে বংলাদেশের সেনার উপস্থিতি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশ বাহিনীর নেতৃত্বে ছিলেন লেফটানান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওন এবং তার সহকারী লেফটানান্ট ফারহান ইশরাক ও ফ্লাইট লেফটানান্ট সিবাত রহমান।