পর্যাপ্ত টিকা পাওয়া যাচ্ছে না বলে আপাতত করোনা সামলাতে ওষুধ কিনেছে জার্মানি৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই ওষুধ দেয়া হয়েছিল৷ ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে জার্মানি এটি ব্যবহার করবে৷
মার্কিন কোম্পানি রিজেনারন-এর এই ওষুধের নাম ‘আরইজিএন-কোভ২'৷ এটি আসলে আরইজিএন১০৯৮৭ ও আরইজিএন১০৯৩৩ নামক দুটি অ্যান্টিবডির এক ককটেল৷
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ‘বিল্ড আম জনটাগ’ পত্রিকাকে রবিবার জানান, চার হাজার ১২০ কোটি টাকা দিয়ে দুই লাখ ডোজ আরইজিএন-কোভ২ কেনা হয়েছে৷ সে হিসেবে এক ডোজ ওষুধের দাম পড়েছে প্রায় দুই লাখ ছয় হাজার টাকা৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে যারা করোনা সংক্রমিত হবেন তাদেরকে সংক্রমণের শুরুর দিকে এই ওষুধ দেয়া গেলে, তা রোগীদের মধ্যে সংক্রমণের প্রভাব বেশি বাড়তে দেয় না৷ বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোতে এই ওষুধ ব্যবহার করা হবে বলেও জানান তিনি৷
স্পান বলেন, গত অক্টোবরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ট্রাম্পকে এই ওষুধ দেয়া হয়েছিল৷