ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌরভের হৃদযন্ত্রে দুটি স্টেন্ট
Published : Thursday, 28 January, 2021 at 5:55 PM
 সৌরভের হৃদযন্ত্রে দুটি স্টেন্টভক্তদের জন্য আপাতত সংবাদ হচ্ছে, সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল রাতে তার ভাল ঘুমও হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠির উপস্থিতিতে আজ তার এনজিওগ্রাম করা হবে। তাতে জানা যাবে, সৌরভের হৃদযন্ত্রের দমনিতে কয়টি ব্লক রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কলকাতার অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের দুটি ধমনির ব্লকেজ দেখে নিতে চান চিকিৎসকরা। প্রয়োজন হলে আজই সেই দুটি ব্লকেজ সারিয়ে দুলতে ২টি স্টেন্ট বসানো হতে পারে। দেবি শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বাই থেকে আসছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
গত ২ জানুয়ারি প্রথম হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তার তিনটি ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনিতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল, যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনিতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি জানান, শরীরের মধ্যে কেমিক্যাল চেঞ্জ হয়ে এমন ব্লকেজ হতে পারে, নির্দিষ্ট কারণ নেই।

তবে সৌরভের অসুস্থতার পরই নানা মহলে প্রশ্ন উঠছে, তার ওপর কি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনো চাপ তৈরি হয়েছিল? সে কারণেই কী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন? তবে এ বিষয়ে পরিস্কার কোনো ধারণা পাওয়া যায় না।