চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ও বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাবেক সভাপতি এবং চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে সকলের শ্রদ্ধা ভাজন, প্রিয় মুখ শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা ইয়াহিয়া কিরণ (৬৫) আর বেঁচে নেই।
বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১টায় হাজীমহসীন রোড¯’ প্রিমিয়ার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন। রাত সাড়ে ১০ টার দিকে তিনি বুকের ব্যাথা অনুভব করলে তাকে শহরের হাজী মহসিন রোড¯’ প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্হায় মারা জান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইয়াহিয়া কিরণ দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মরহুম জাকারিয়া মিলন ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের ছোট ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
ইয়াহিয়া কিরণের মৃত্যুর সংবাদ পেয়ে রাতে হাসপাতালে ছুটে যান সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহবায়ক শহীদ পাটোয়ারি, বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধূরী, মম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনরা। প্রিয় সহকর্মীকে হারিয়ে চাঁদপুরের সংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের বড় ছেলে শাহরিয়া পলাশ দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার। মরহুম ইয়াহিয়া কিরণ দু পুত্র ও এক কণ্যা সন্তানের জনক। ইয়াহিয়া কিরণ ২ ০০৫ সালে ও পরবর্তি সময়ে আরো এক বার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত বর্ণচোরা নাট্য গোষ্ঠীর সভাপতি ছিলেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা পালন করেছেন। ইয়াহিয়া কিরণ বর্ণচোরা নাট্য গোষ্ঠী ছাড়াও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি, রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সিনিয়র সহ সভাপতি ছিলেন।
ইয়াহিয়া কিরণের নামাজের জানাজা গতকাল বুধবার বাদ জোহর চিশতীয়া জামে সজিদ প্রাঙ্গনে অনুষ্ঠীত হয়। জানাজায় ইমামতি করেন চিশতীয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হাবিবুল্যা। জানাজার পূর্বে মরহুমের শরিফ চৌধূরির পরিচালনায় স্মরনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।আরো বক্তব্য রাখেন চাঁদুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, সাধারন সম্পাদক রহিম বাদশা,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দীন মিলন, সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদি, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহা সচিব হারুন আল রশীদ, কাজী হুমায়ন, মরহুমের পরিবারের পক্ষে বড় ভাই সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন, মরহুমের বড় ছেলে শাহরিয়ার পল।
এসময় আরো উপস্হিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরণ,অনুপম নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক গবিন্দ মন্ডল,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্লা, উদিচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক দুলাল দাস, সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, বর্নমালা থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক মাহবুব আলম, স্বরলিপি থিয়েটারের প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবুসহ আরো অনেকে।
দুপুর ১২ টায় মরহুমের মরদেহ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে রাখা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করে জেলা শিল্পকলা একাডেমি, নৃত্যাঙ্গন, চাঁদপুর ড্রামা, উদিচী জেলা সংসদ, বর্নমালা থিয়েটার, আনন্দ ধ্বনি সঙ্গিতায়ন।চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, রংধনু সৃজনশিল নৃত্য সংগঠন, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ।জানাজা শেষে মরহুম ইয়াহিয়া কিরণকে চাঁদপুর পৌর কবরস্হানে পিতা মাতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
ইয়াহিয়া কিরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অনন্যা নাট্য গোষ্ঠী, বর্নচোরা নাট্য গোষ্ঠী, চাঁদপুর ড্রামা, অনুপম নাট্য গোষ্ঠী, বর্নমালা থিয়েটার, মুক্তিযুদ্ধরর বিজয় মেলা,দৈনিক চাঁদপুর বার্তা পরিবার, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ, রংধনু সৃজনশিল নৃত্য সংগঠন সহ আরো অনেকে।