ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বার সাব রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপন
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার সাব-রেজিস্ট্রার অফিসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে মানবিক সংগঠন ‘দৃষ্টান্ত ফাউন্ডেশন’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম ও দৃষ্টান্ত ফাউন্ডেশনর প্রতিষ্ঠাতা মো. সাইফ উদ্দিন রনী। এ কর্মসূচিতে বিলুপ্ত প্রজাতির ফলসহ শতাধিক ফুল ও ফলের চারা রোপন করা হয়েছে।
দৃষ্টান্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো.সাইফ উদ্দিন রনী জানান, দৃষ্টান্ত ফাউন্ডেশন সব সময়ই সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় দেবীদ্বার সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে প্রায় শতাধিক বিলুপ্ত প্রজাতির ফল ও ফুলের গাছ রোপন করা হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারি শিরিন আক্তার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি আক্তারুজ্জামান জামাল, ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হিরন মোল্লাসহ মোহরার, দলিল লেখক, নবিশগণ।