ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাঠজুড়ে হলুদের নয়নাভিরাম দৃশ্য
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
মুরাদনগর প্রতিনিধি।। কুমিল্লার মুরাদনগর উপজেলার অধিকাংশ ফসলি জমির মাঠ এখন ভরে উঠেছে সরিষা ফুলে। এরই মধ্যে অনেক জমিতে সুন্দর বীজও আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষি কর্মকর্তা ও চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি ফসলি জমির মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ার মতো। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদের সমারোহ। হলুদের আভা যেন ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। মৌমাছিদের গুনগুন শব্দে এখন মুখরিত হয়ে উঠেছে ফসলি জমির মাঠগুলো। বর্তমানে অনেক জমিতে ফুল শেষ হয়ে বীজ দেখা দিতে শুরু করেছে। আর সেই বীজগুলোও বেশ তরতাজা যা ভালো ফলনের সম্ভাবনার জানান দিচ্ছে বলে মনে করছেন চাষিরা।
কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কৃষক মহিউদ্দিন জানান, তিনি ৬০ শতাংশ জমিতে সরিষা চাষ করেছেন এবার। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। বাকিটা সময় এইভাবে পার করতে পারলে ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি। একই ভাবে সদর ইউনিয়নের করিমপুর গ্রামের কৃষক ছিদ্দিকুর রহমান বলেন, তিনি এ বছর বীনা সরিষা-৯ চাষ করেছেন। এরই মধ্যে গাছে ফুল আসতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ জমিতে ফুল চলে আসবে। যদি এ বছর সরিষার ভালো মূল্য পাওয়া যায়, তাহলে আগামীতে সরিষা চাষের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি ভালো মুনাফাও অর্জন হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, গত বছর এ উপজেলায় প্রায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়। গত বছর ভালো মূল্য পাওয়ায় এবার আরো বেশি সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে সরিষা চাষ করা হয়েছে প্রায় ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় ৪০০ হেক্টর বেশি।