পরের ম্যাচ ‘কুমিল্লা ডার্বি’: বসুন্ধরা বনাম মোহামেডান
Published : Friday, 29 January, 2021 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: ফেব্রুয়ারির ১ তারিখে বিপিএল ফুটবলের পরের ম্যাচ কুমিল্লা
স্টেডিয়ামে। ওইদিন বিকাল ৩টায় শুরু হতে যাওয়া ‘কুমিল্লা ডার্বি’- এই
ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে কুমিল্লারই নিজের দুই দল বসুন্ধরা কিংস এবং
মোহামেডান স্পোর্টিং কাব। স্পোর্টসের ভাষায় একই শহরের দু’টি দল যখন
মুখোমুখি হয় তখন তাকে ডার্বি ম্যাচ বলে। যেমন- মাদ্রিদ ডার্বি হলো রিয়াল
মাদ্রিদ আর আ্যথলেটিকো মাদ্রিদ, কলকাতা ডার্বি মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল।
আবাহনী-মোহামেডান ম্যাচকেও একসময় ঢাকা ডার্বি বলা হলেও এবারের বিপিএল
মৌসুমে বসুন্ধরা-মোহামেডান হচ্ছে কুমিল্লা ডার্বি। কারণ, কুমিল্লা শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে হোমগ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে তারা। ঘরের
মাঠেই ফেব্রুয়ারির ১ তারিখ নিজেরা লড়বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বসুন্ধরা
আর টেবিলের ৫ নম্বরে থাকা মোহামেডান।
এদিকে গতকালই নিজেদের মাঠে দারুণ খেলে আবাহনী ঢাকার সাথে ড্্র করেছে মোহামেডান। এক ম্যাচে চার গোল হলেও জয় পায়নি কেউ।