দুর্বল আর্থিক অবস্থার কারণে মূল বাজার থেকে কভার দ্যা কাউন্টার মার্কেটে (ওটিসি) চলে যাওয়া চার কোম্পানিকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিগুলো হলো- তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ মনসপুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৬০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্যবসায়িক উন্নতির কারণে এবং কমিশনের বিবিধ ধারার সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপ নেয়ায় কিছু শর্তসাপেক্ষে ওটিসিতে লেনদেন হওয়া এই চার কোম্পানিকে মূল বাজারে লেনদেনের জন্য কমিশন সম্মতি দিয়েছেন। এক্ষেত্রে কোম্পানিরগুলোর আবেদন বিবেচনায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিএসইসি মুখপাত্র রেজাউল করিম আরও জানান, কোম্পানি চারটিকে মূল বাজারে ফিরিয়ে আনার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নীতিমালা ২০১৫ এর কিছু প্রবিধান ও সিকিউরিটিজ আইনের শর্ত থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সেইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে লেনদেন করার সম্মতি দেয়া হয়েছে।