আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ করায় রাজধানীর মিরপুরের কাজীপাড়ার একটি ভবনের মালিক বিল্লাল হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জরিমানার অর্থ আগামী দুই মাসের মধ্যে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ভবন মালিক বিল্লাল হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিরোজ উদ্দিন আহমেদ। বিবাদীর পক্ষে ছিলেন আইনজীবী এবিএম রফিক উল্লাহ ও হুমায়ুন কবির পল্লব। রাজউকের পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন।
এর আগে ২০১৮ সালে মিরপুরের কাজীপাড়ায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি তার নিজ জমিতে পাঁচতলা ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন নেন। সেই অনুমোদন অনুযায়ী ৫ তলা ভবন গড়ে তেলার কথা। কিন্তু নিয়ম অনুযায়ী কাজ না করায় পাশের প্লটের শহীদুল ইসলাম জুয়েল রাজউকে একটি আবেদন করেন, যেন বিল্লাল হোসেনের ভবন নির্মাণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়।
এরপর রাজউক তদন্ত করে ২০১৮ সালে বাড়ির মালিককে ভবন ভেঙে ফেলার জন্য নোটিশ প্রদান করে। নোটিশের বিষয়ে বাড়ির মালিক কোনও কর্ণপাত না করলে রাজউক এ ব্যাপারে চূড়ান্তভাবে নোটিশ দেয়। পরে বাড়ির মালিক ওই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে রাজউকের আদেশ অমান্য করায় ওই বাড়ি নির্মাণের ওপর স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।
অথচ হাইকোর্টের স্থিতাবস্থা জারি থাকার পরও বাড়ির মালিক ভবন নির্মাণ অব্যাহত রাখেন। পরে এ মামলার পক্ষভুক্ত আরেক ব্যক্তি শহীদুল ইসলাম জুয়েলসহ মোট ২ জন আদালত অবমাননার অভিযোগ এনে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। সেসব আবেদনের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।