দেবীদ্বারে ২৩৭ মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই সম্পন্ন
Published : Friday, 5 February, 2021 at 12:00 AM
এ,বি,এম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার উপজেলার বেসামরিক গেজেটভূক্ত ৫২৩ জন বীর মুক্তিযোদ্ধার (যারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেছেন) তালিকার যাচাই- বাছাইয়ের চতুর্থ দিন পর্যন্ত ২৩৭ জন বীর মুক্তিযোদ্ধার যাচই- বাছাই সম্পন হয়েছে। উপজেলা পরিষদ হল রোমে বৃহস্পতিবার সকাল ১০টা (০৪ ফেব্রুয়ারী) থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাত্র ৩১ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। এর আগে গত ৩দিনে ১৮১জন রোবার ৯১ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছিল। এ পর্যন্ত জামুকা থেকে প্রেরিত ৫২৩ মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাইয়ে ২৬৫ জন মুক্তিযোদ্ধার নাম ভারতীয় ও লাল বইয়ের তালিকায় থাকায় তাদের যাচাই- বাছাইয়ের তালিকার বাহিরে রাখা হয়েছে। বাকী ২৫৮জনের মধ্যে এ পর্যন্ত ২৩৭ জনের যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে। বাকী ২১ জনের যাচাই- বাছাই আগামী রোববার করা হবে।
মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান উল্লেখিত তালিকার সত্যতা স্বীকার করে বলেন, অনেক মুক্তিযোদ্ধা সময়মতো আসতে পারেনি। তাই ২১ জনের বিষয়ে আগামী রোববার যাচাই- বাছাই বা সিদ্ধান্ত নেয়া হবে।