ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন
আওয়ামী লীগের দুই প্যানেল বিএনপির একক
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM, Update: 15.02.2021 1:18:29 AM
 আওয়ামী লীগের দুই প্যানেল বিএনপির এককতানভীর দিপু।। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ১৭টি পদের জন্য ইতিমধ্যে ৩টি সংগঠন থেকে প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এবারই প্রথম আওয়ামী লীগের দুইটি গ্রুপ আলাদাভাবে প্যানেল ঘোষণা করেছে। একটি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ও আরেকটি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে। বিএনপি ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ইতিমধ্যে তাদের প্যানেল ঘোষণা করেছে।
সূত্র জানায়, আগামী ১১ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ এর নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় এবং যাচাই বাছাই ১৮ ফেব্রুয়ারি।  ২২ ফেব্রুয়ারি প্রার্থী খসড়া তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে প্রায় ১ হাজার ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে আইনজীবীদের নির্বাচনে আওয়ামীলীগের দু’টি গ্রুপই ইতিমধ্যে তাদের নেতৃত্ব প্রকাশ করেছে। আওয়ামীলীগ সমর্থিত  সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে  আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক - জাহাঙ্গীর আলম ভূইয়াসহ ১৭ সদস্য প্যানেল এবং আওয়ামীলীগ সমর্থিত ‘বিদ্রোহী’ হিসেবে আত্মপ্রকাশ করা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি পদে গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে নুরুল আফসার মিজানসহ ১৭ সদস্য প্যানেল প্রার্থী ঘোষণা করেছে। অপর দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ/ফোরাম থেকে মনোনীত সভাপতি প্রার্থী মো: শরীফুল ইসলাম এবং সধারণ সম্পাদক পদে মো: সহিদ উল্লাহসহ ১৭ জনের প্যানেল ঘোষণা করা হয়েছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম ভূইয়া জানান, ‘আমরা আওয়ামীলীগের মূল ধারার সংগঠন থেকে  নির্বাচন করছি। যারা এর বাইরে অন্য কোন সংগঠনের নামে নির্বাচনে আসবে তারা দলের ক্ষতি করার জন্যই আসছে।’
অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি প্রার্থী গোলাম ফারুক জানিয়েছেন, ‘আমরাই আওয়ামীলীগের আইনজীবী সমিতির মূল¯্রােত। আমরা বিদ্রোহী নই। আমাদের সাথে অনেক মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবীরা আছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এর স্বেচ্ছাচারিতা দূর করতেই আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে মনোনয়ন নিয়ে প্যানেল ঘোষনা করেছি।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত কুমিল্লা জেলা আইনজীবি সমিতির বর্তমান সভাপতি আবদুল মমিন ফেরদৌস জানান, এর আগে আওয়ামীলীগের দু’টি প্যানেল হয়নি- আমরা আশা করছি দুই প্যানেলকে এক করতে পারবো। এই নিয়ে কেন্দ্রিয় নেতৃবৃন্দও অবগত আছেন। তবে যতটুকু জানি এই নিয়ে সাধারণ ভোটাররা কিছুটা বিভ্রান্তিতে আছে।
আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি ও মনোনয়ন বোর্ড এর সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু জানান, আমরা ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হয় নি।

এদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনী প্যানেলেও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে।  বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ/ফোরাম থেকে মনোনীত সভাপতি প্রার্থী- শরীফুল ইসলাম জানান, আমাদের দলে কোন পদে একাধিক প্রার্থী নাই। কেউ যদি নির্দলীয়ভাবে নির্বাচন করে এটা তাদের বিষয়। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে প্রতিবছর আওয়ামীলীগ বনাম বিএনপির লড়াইই মূল আলোচনার বিষয় হলেও এবার আওয়ামীলীগের দু’টি প্যানেল আত্মপ্রকাশ করায় ভোটারদের মধ্যে এখন এটিই আলোচনার বিষয়ে পরিনত হয়েছে।

তিনটি প্যানেল:
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ: সভাপতি- আহছান উল্লাহ খন্দকার, সহ-সভাপতি মোঃ শাহ আলম-১, সহসভাপতি- মোঃ নুরুল ইসলাম-২, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক খন্দকার মারুফ, কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন খান, সেক্রেটারী লাইব্রেরী হালিমা বেগম, সেক্রেটারী এনরোলমেন্ট নবেন্দু বিকাশ দোলন, সহ-সেক্রেটারী এনরোলমেন্ট তাহমিনা মুজাহিদ, সেক্রেটারী রিক্রিয়েশন সাহাব উদ্দিন, সদস্য মোঃ কামাল হোসেন(মির্জা কামাল), কৌশিক সরকার, সাইফুর রহমান, মোহাম্মদ আবদুল হান্নান, মোহামম্মদ আবু কাউসার, মোতাহার হোসেন চৌধুরী ও তাহমিনা বেগম।   

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ:  সভাপতি- গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক- নুরুল আফসার মিজান (পূর্ন প্যানেল ঘোষণা হয়নি)।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ/ফোরাম: সভাপিত মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি আবদুল বারী, সহ সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সহিদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক আল মাহমুদ সাগর, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখার হোসেন, সেক্রেটারী লাইব্রেরী মোঃ রফিকুল ইসলাম মজুমদার, সেক্রেটারী এনরোলমেন্ট আবদুস সবুর, সহ-সেক্রেটারী এনরোলমেন্ট মোঃ সাইফুর রহমান সায়েম, সেক্রেটারী রিক্রিয়েশন বিল্লাল হোসেন ভুইয়া, সদস্য মোঃ নুরুল ইসলাম, মনিবুর রহমান চৌধূরী, মোঃ একেএম হাছানুল হক, মোঃ ছাদেকুর রহমান, এএসএম সাইফুল ইসলাম, ফারহানা সেলিম, সাহিদা বেগম।