ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৫ দিন আগে নেপাল যাবে বাংলাদেশ!
Published : Thursday, 11 March, 2021 at 8:11 PM
৫ দিন আগে নেপাল যাবে বাংলাদেশ!আগামী ২৫ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এএফসি কাপের ম্যাচটা যে হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। যদিও এশিয়ান ফুটবল কনফেডারেশন এখনও চূড়ান্ত কিছু জানায়নি। তারপরও প্ল্যান ‘বি’ অনুযায়ী আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী শনিবার থেকে জেমি ডের দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কয়েক দিন অনুশীলনের পর সম্ভাব্য ১৮ মার্চ কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে সাদ-জিকোরা। সে হিসেবে ৫ দিন আগে নেপাল যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১৮ মার্চ বাংলাদেশ দল কাঠমান্ডু যাবে। আগে চার্টার্ড ফ্লাইটে যাওয়ার কথা ছিল। তবে এখন নিয়মিত ফ্লাইট চালু হতে যাচ্ছে। সুতরাং চার্টার্ড ফ্লাইটের প্রয়োজন পড়ছে না।’

১৮ মার্চ সবাই কাঠমান্ডু গেলেও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন। সেদিনই এই মিডফিল্ডার কলকাতা মোহামেডান থেকে ছাড়পত্র পাবেন। পাওয়ার পর ফ্লাইটের নিশ্চয়তা সাপেক্ষে কলকাতা থেকে অথবা ঢাকায় এসে কাঠমান্ডু যাবেন তিনি।