বিয়ের ৯ মাসের মাথায় প্রাণ গেল আরেক নববধূর
Published : Thursday, 11 March, 2021 at 8:14 PM
রংপুরের মিঠাপুকুরে মাত্র একদিনের ব্যবধানে রত্না বেগম (২০) নামে আরেক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দিন মজুর লিটন মিয়ার স্ত্রী। ৯ মাস আগে তাদের বিয়ে হয়েছিল। রত্না পীরগঞ্জ উপজেলার মাদারপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ মাস আগে পারিবারিকভাবে রত্নার সাথে লিটনের বিয়ে হয়। লিটনের আগে আরও একজন স্ত্রী ছিল। তাদের একজন মেয়ে রয়েছে। কিছুদিন আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়। রত্নাকে বিয়ে করার পরও আগের স্ত্রীর সাথে যোগাযোগ করত লিটন।
এ নিয়ে রত্নার সাথে প্রায় সময় কথা কাটাকাটি হতো। স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব লেগেই থাকে। এর জেরে বৃহস্পতিবার সকালে রত্নাকে মারপিট করে লিটন। এরপর মুখে বিষ ঢেলে দেয়। এরপর গুরুতর অবস্থায় প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে রত্নার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা রঞ্জু মিয়া থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এর আগের বুধবার একই উপজেলায় বিয়ের সাত মাসের মাথায় রোকসানা নামে আরেক নববধূকে হত্যার করা হয়। ওই ঘটনায় শ্বশুর ও দেবরকে গ্রেফতার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, গৃহবধূ রত্নার মৃত্যুর ঘটনায় তার বাবা আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।