ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাসচাপায় সারমিন গ্রুপের কর্মকর্তার মত্যু, বাসে আগুন
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM
আশুলিয়ায় পোশাক কারখানা ছুটি শেষে সড়ক পারাপারের সময় বাসচাপায় নিহতের ঘটনা দুই বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া ১০টির উপরে বাস ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের নাম সামসুল আলম। তিনি সারমিন গ্রুপের এডমিন অফিসার।
প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, কারখানা ছুটি শেষে সবাই সড়ক পার হওয়ার সময় সিকোরিটি গার্ড সড়কে গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় আশুলিয়া ক্লাসিক নামের এক পরিবহন তাদের উপর উঠিয়ে দেয়। এতে সামসুল ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও তিন শ্রমিক গুরুত্বর আহত হন।
ঘটনা স্থলে যাওয়া আশুলিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) হরুন অর রশিদ ও সুদিপ কুমার বিক্ষুব্ধ শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।
ওয়াসিম নামের এক শ্রমিক বলেন, বিষয়টা খুব মর্মান্তিক। এই বাসগুলোকে নিয়মের ভেতরে আনা জরুরি।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুদিপ কুমার বলেন, তিন বাসে আগুন দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। একই সঙ্গে সড়ক এখন স্বাভাবিক আছে ।