হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী যাত্রীর ব্যাগে থাকা আচারের বয়াম থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত (২২ মার্চ) সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়। গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোর রাত ৫টা ৪০ মিনিটে বাহারাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল তার। আটক রাকিব আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এসময় তেতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। আটক রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে ।জিজ্ঞাসাবাদে সে জানায় নাজমুল (৩০) নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়াম দিয়েছে। নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলার এজাহারভুক্ত করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় আটক ব্যক্তিসহ অন্যান্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।