কুমিল্লায় বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকা দিয়ে ইয়াবা পাচারকালে ওই নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পাচারকারী এই নারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫০)।
এই দিন আরেক পৃথক অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় সাবিনা নামে এক নারীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি সাবিনা (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবাজার গ্রামের মৃত বাবুল বেপারীর স্ত্রী।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গ্রেফতারকৃত নারী মাদক পাচারকারীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার দেবিদ্বার ও কোতয়ালী থানায় পৃথক মামলা হয়েছে।