ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর জন্মদিনে মাধাইয়া লেজার সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
রণবীর ঘোষ কিংকর।
Published : Monday, 22 March, 2021 at 7:30 PM
বঙ্গবন্ধুর জন্মদিনে মাধাইয়া লেজার সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্পজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এলাকার অসহায় ও দুস্থ্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। কুমিল্লার উত্তর জেলা কৃষকলীগের উদ্যোগে এবং মাধাইয়া লেজার ও মেডিকেল সার্ভিসের সার্বিক তত্ত্বাবধায়নে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পরিচালিত হয়।
এসময় এলাকার দুস্থ ও অসহায় রোগীদের সেবা দেওয়ার জন্য ঢাকা ও কুমিল্লা থেকে চিকিৎসা ক্ষেত্রে সফল বিশেষজ্ঞ মেডিসিন, ডায়াবেটিক্স, চর্ম ও যৌন, নাক-কান-গলা, গাইনি ও  অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে পরীক্ষা, ওষুধ ও থেরাপী প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা মূল্যে ওই চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাক রৌশন আলী মাস্টার। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারর্থী দত্ত, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী বৃন্দ।
এ বিষয়ে মাধাইয়া লেজার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. তারিকুল মতিন জানান- জাতির পিতার ১০১তম জন্মদিন আমাদের মাঝে স্মরণীয় করে রাখতে আমরা ওই উদ্যোগ গ্রহণ করেছি। এতে ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীতে আরও ব্যাপক ভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।