ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বজুড়ে টানা পঞ্চম সপ্তাহের মতো বাড়লো করোনা সংক্রমণ
Published : Tuesday, 23 March, 2021 at 1:00 PM
বিশ্বজুড়ে টানা পঞ্চম সপ্তাহের মতো বাড়লো করোনা সংক্রমণবিশ্বজুড়ে টানা পঞ্চম সপ্তাহের মতো করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর করোনাভাইরাস বিষয়ক টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ। তিনি জানান, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে করোনার উদ্বেগজনক ট্রেন্ড প্রত্যক্ষ করছে ডব্লিউএইচও।
মারিয়া ভ্যান কেরখোভ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঁচটি অঞ্চলের মধ্যে চারটিতেই সংক্রমণ বাড়ছে। এ নিয়ে বিশ্বব্যাপী টানা পঞ্চম সপ্তাহের মতো সংক্রমণ বেড়েছে। শুধু গত সপ্তাহেই ইউরোপে সংক্রমণ বৃদ্ধির হার ছিল ১২ শতাংশ। দক্ষিণ পূর্ব এশিয়ায় এ হার ছিল ৪৯ শতাংশ। এ অঞ্চলে সংক্রমণের একটা বড় অংশই ঘটেছে ভারতে। পূর্ব ভূমধ্যসাগর এলাকায় শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা শনাক্তের সংখ্যা ১২ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৫২৩। এর মধ্যে ২৭ লাখ ৩৪ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি দুই লাখ ৫৪ হাজার ২৮০ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি পাঁচ লাখ ৭৬ হাজার ১০০। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৪৪ জনের। সূত্র: সিএনএন।