Published : Tuesday, 23 March, 2021 at 7:19 PM, Update: 23.03.2021 7:26:50 PM
দুই বছরের মধ্যে চতুর্থ দফা নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে ইসরায়েলের ভোটাররা। ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরের প্রায় ৬৫ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। বিশ্লেষকদের ধারণা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে জোট গঠন করতে হবে তাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন ব্যবস্থা অনুযায়ী ইসরায়েলিরা কোনও ব্যক্তিকে নয়, দলকে ভোট দেয়। দেশটির ৭২ বছরের ইতিহাসে কোনও একক দল ১২০ আসনের পার্লামেন্টে কখনওই সরকার গঠন করতে সক্ষম হয়নি।
তিন দফা নির্বাচনের পর গত বছরের মে মাসে জোট গঠন করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মূল প্রতিদ্বন্দ্বি বেনি গান্তজ। ওই জোট গঠনের শর্ত ছিলো প্রথম অর্ধেক সময় প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু আর বাকি অর্ধেক সময় থাকবেন গান্তজ। তবে গত বছরের ডিসেম্বরে বাজেট ইস্যুতে দুই দলের বিরোধে জোট ভেঙে যায়। ঘোষণা করা হয় নতুন নির্বাচনের তারিখ।
গত বছরের সর্বশেষ নির্বাচনে ৭১ শতাংশ ভোট পড়লেও এবারের নির্বাচনে তার পরিমাণ আরও কম হবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর দক্ষিণপন্থী লিকুদ পার্টি আবারও একক বৃহত্তম দল হিসেবে আবির্ভুত হবে, তবে জোট সরকার গঠনে এবারও তাদের বেগ পেতে হবে। ফলে আরও এক দফা নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বুধবার থেকেই নির্বাচনের ফলাফল আসা শুরু করলেও চূড়ান্ত ফলাফল পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।