করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। উপজেলা ও পৌর ছাত্রীলগের যৌথ উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী চান্দিনা বাজারে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাকিব মাহমূদ, সাধারণ সম্পাদক মাকসুদুল হাসান নোবেল, সহ-সভাপতি তানভির হাসান, শেখ সজিব, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রদীপ আচার্য্য নিরবসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চান্দিনা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন বলেন, ‘চান্দিনার গণ-মানুষের নেতা আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি মহোদয়ের সুযোগ্য উত্তরাধীকারী এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু ভাইয়ের নির্দেশনা এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি, করোনা যোদ্ধা, কাজী ইয়াসিন অভির তত্বাবধানে চান্দিনা উপজেলার প্রতিটি ইউনিটের ছাত্রলীগ সুসংগঠিত। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় চান্দিনা উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ দেশ-বাসীর সম্মিলিত প্রচেষ্টায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও আমরা সক্ষম হবো। করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সবসময় মাস্ক পরতে হবে।’ এদিকে মাস্ক বিতরণে উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।