ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাস্ক না পড়ায় জরিমানা
রণবীর ঘোষ কিংকর।
Published : Tuesday, 23 March, 2021 at 7:41 PM
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাস্ক না পড়ায় জরিমানাকরোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে চান্দিনা বাজারে ওই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম পৃথক ওই অভিযান চালান।
এসময় বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় জরিমানা আদায় করে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ৪ জন কে ৪ শত টাকা ও সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাস্ক না পড়ায় জরিমানা
চান্দিনা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।