বাংলাদেশ বিমানবাহিনীর ৯৮তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) লালমনিরহাটে বিমানবাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিটে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বিমানবাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।
এ কুচকাওয়াজের মধ্যে দিয়ে ৪৩ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি) মো. শাহ জালাল শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে চৌকস রিক্রুট ট্রফি লাভ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও রিক্রুটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।