ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্রিকেটে এমন ভুল হতেই পারে: মিঠুন
Published : Tuesday, 23 March, 2021 at 8:16 PM
ক্রিকেটে এমন ভুল হতেই পারে: মিঠুনঘুরেফিরে ফিরে ওই একটা কথাই উচ্চারিত হচ্ছে- ক্যাচ মিস। সংবাদ সম্মেলনে তামিম ইকবাল আফসোস করেছেন, আবার একই সুর শোনা গেছে মোহাম্মদ মিঠুনের কণ্ঠে। বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানো ইনিংসটা এসেছিল এই ব্যাটসম্যানের কাছ থেকেই। কিন্তু বাংলাদেশের শিশুসুলভ ফিল্ডিংয়ে সেই স্বপ্ন গুঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ক্যাচ মিসের আক্ষেপে মিঠুনেরই তো বেশি পোড়ার কথা! যদিও তার মতে, ক্রিকেটে এমন ভুল হতেই পারে।

ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ নম্বরে নেমে ৫৭ বলে হার না মানা ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মিঠুন। তার এই ইনিংসে ভর দিয়ে ২৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। কিন্তু ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ ফেলে দিলে জেতার সম্ভাবনা জাগানো ম্যাচটি হাত ফসকে বেরিয়ে যায়।

৫ উইকেটে হারের পর মিঠুনের চোখেমুখে হতাশা ভর করা স্বাভাবিক। একই সঙ্গে পুড়ছেন আক্ষেপেও, ‘২৭১ ডিফেন্ড করার জন্য ভালো সংগ্রহ। উইকেটও একটু কঠিন ছিল। ভালো সুযোগ ছিল ম্যাচ জেতার, কিন্তু ফিল্ডিং ভুলের মূল্য দিতে হলো।’ ‍

ঘুরে দাঁড়ানোর অবলম্বন তৈরি করেও সাফল্য না আসার কষ্ট তার আরও বেশি, ‘সবাই ডানেডিনে খারাপ ম্যাচের পর ফিরে আসার উপায় খুঁজছে। সবাই অতীত ভুলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা ভালোভাবে ফিরে আসতে চেয়েছি, কিন্তু বাজে ফিল্ডিংয়ের মূল্য দিতে হয়েছে।’ যদিও পরক্ষণেই আবার মিঠুনের যুক্তি, ‘না, এরকম হয়। ক্রিকেটে এরকম ভুল হতেই পারে। কিছু বলার নেই।’

দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন মিঠুন। তিনি খুশিও, ‘আমি যেভাবে ব্যাট করেছি, সেটা নিয়ে খুশি। আমার মনে হয়, এটি আমার দলকে সাহায্য করেছে।’ নিউজিল্যান্ডের কন্ডিশনে সাফল্য পাওয়ার রহস্য উন্মোচন করলেন তিনি এভাবে, ‘না, তেমন না। আমি চেষ্টা করেছি বল টু বল। আমরা সবাই জানি, নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য কঠিন। সুতরাং বেশি ধীরে খেললে রান করা কঠিন। আমি তাই বল দেখে খেলেছি এবং ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’