ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন স্থগিত
Published : Tuesday, 23 March, 2021 at 8:19 PM
 বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির ২৪ মার্চের নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের শোকজ আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় জরুরী নোটিশ জারী করে নির্বাচন স্থগিত করেন। জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার দেলোয়ার হোসেন এবং দুই সহকারী নির্বাচন কমিশনার ছিদ্দিকুর রহমান আকন ও শাহ আলম এই নোটিশে সাক্ষর করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সমিতির কার্য নির্বাহী কমিটি গঠনের জন্য গত মার্চ এক তফসিলে ২৪ মার্চ নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ১৪ মার্চ খসড়া ভোটার তালিকা এবং ১৫ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৬ মার্চ প্রার্থীদের মনোনয়ন বিতরন, ১৮ মার্চ মনোনয়ন দাখিল ও বাছাই এবং ২১ মার্চ মনোনয়ন প্রত্যাহার কার্যক্রম হয়। সাবেক সভাপতি এস এম আনিছুর রহমান ১৮ মার্চ নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন এবং বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হয়। ২২ মার্চ তিনি বাদী হয়ে বরিশাল সদর সিনিয়র জজ আদালতে নির্বাচন কমিশনারদের বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয় জাহাঙ্গীর হোসাইন নামে এক প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। নির্বাচন কমিশনের সদস্যরা গঠনতন্ত্র বহির্ভূতভাবে পুনরায় জাহাঙ্গীরের প্রার্থীতার বৈধতা দেয়। তার প্রার্থীতার বৈধতা বাতিল চেয়ে মামলা দায়ের করা হয়।
২৩ মার্চ নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করার পর শুনানী শেষে সিনিয়র সহকারী জজ রুবাইয়া আমেনা কেন ২৪ মার্চের নির্বাচনী কার্যক্রম বন্ধ হবে না তা জানতে চেয়ে বিবাদীদের ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন। বিবাদীরা (নির্বাচন কমিশন) বিকেলে আদালতের কারন দর্শানোর নির্দেশ পেয়ে জরুরী ভিত্তিতে নোটিশ দিয়ে নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেন।