Published : Monday, 5 April, 2021 at 12:00 AM, Update: 05.04.2021 12:55:35 AM
তানভীর দিপু:
কুমিল্লায়
করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরো ৪ জন। এর মধ্যে ৩ জনই কুমিল্লা
সিটি কর্পোরেশন এলাকার। এনিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট প্রাণহানির সংখ্যা
৩০২ জনের। অফিশিয়াল ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছে কুমিল্লা সিভিল সার্জন
কার্যালয়। এছাড়া শুধু মাত্র এই মাসের ৪ দিনেই করোনায় আক্রান্ত হয়ে মারা
গেছেন ১৪ জন, এর মধ্যে ৮ জনই সিটি এলাকার। গতকাল রবিবার যে ৪ জনের
প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে সিটি কর্পোরেশনের ২ পুরুষ এবং ১ নারী;
মুরাদনগরের ১ পুরুষ রয়েছেন। এর আগে ৩ এপ্রিল শনিবার মৃত ২ জনই কুমিল্লা
সিটি এলাকার পঞ্চাশোর্ধ পুরুষ। ২ এপ্রিল শুক্রবার মৃত ৫ জনের মধ্যে সিটি
কর্পোরেশনের ২ জন(পুরুষ ও নারী), বরুড়ার ১ নারী, লালমাইয়ের ১ পুরুষ এবং
হোমনার ১ মহিলা। এছাড়া মাসের প্রথম দিন বৃহস্পতিবার মৃত্যুবরণ করা ৩ জনের ১
জন কুমিল্লা সিটি এলাকার, চৌদ্দগ্রামের ১ পুরুষ এবং চান্দিনার ১ পুরুষ।
এদিকে
গতকাল কুমিল্লা জেলায় শনাক্ত ৭০ জনের মধ্যে সিটিরই ৫৬ জন। এছাড়া
দাউদকান্দির ২ জন, দেবিদ্বারের ২, মুরাদনগরের ২, আদর্শ সদরের ২, বরুড়ার ১,
নাঙ্গলকোটের ১, চৌদ্দগ্রামের ১,চান্দিনার ১, বুড়িচং এর ১, ব্রাহ্মণপাড়ার ১
জন। সর্বমোট শনাক্ত হয়েছেন ১০ হাজার ১ শ ১০ জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার
৪৫ জন। এপর্যন্ত কুমিল্লা থেকে ৫৮ হাজার ৬৭৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো
হয়েছে, যার মধ্যে ৫৭ হাজার ৯৭১টির রিপোর্ট পাওয়া গেছে।
এর আগে
মাসের শুরুতেই সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, কুমিল্লায় শনাক্তের
হার ২১ শতাংশের উপর। এই সংক্রমণ কমিয়ে আনার জন্য ব্যক্তিগত ভাবে
স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সবার আগে মাস্ক ব্যবহার নিশ্চিত
করতে হবে।