লালমাইয়ে বসতঘর পুড়ে ছাই
Published : Wednesday, 7 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই ||
কুমিল্লার লালমাই উপজেলায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার বাগমারা দণি ইউনিয়নের পশ্চিম অশ্বতলা গ্রামে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৩টার দিকে পশ্চিম অশ্বতলা এলাকায় মৃত আব্দুর রহিমের ছেলে প্রতিবন্ধী বাহার মিয়ার বসতঘরের একটি কে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মূহুর্তের মধ্যে তা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি মোটরসাইকেল, ফ্রিজ, স্বর্ণালংকার, টাকা সহ মূল্যবান সবকিছু পুড়ে যায়।
লালমাই প্রেস কাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আগুন লাগার পর ঘর থেকে পরিবারের সদস্যরা কোনো কিছুই বের করতে পারেননি। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার য়তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। আগুন লাগলে অন্য উপজেলার উপর নির্ভর করতে হয়। অনতিবিলম্বে একটি ফায়ার সার্ভিস স্টেশন করার জোর দাবি জানান।
খবর পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব এর নির্দেশে এস আই বলাই দেবনাথ সহ স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে।