Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM, Update: 22.05.2021 2:03:28 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার
রাতে মহাসড়কে রায়পুর কে.সি উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কে একটি প্রাইভেটকারে
(ঢাকা মেট্রো গ-১৩-২০৭২) তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময়
গাড়ি থেকে একটি এ্যালমুনিয়াম ও প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল (যা হুবহুব
পিস্তল সাদৃশ), একটি ছুরা, একটি প্লাস, একটি লোহার রড, একটি স্টিলের পাইপ
এবং গাড়ীতে কিছু গাঁজার গুড়া ও খালি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।
দাউদকান্দি
মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, মহাসড়কে রাত্রিকালীন
ডিউটিরত সাব- ইন্সপেক্টর মো: মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনক
প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলো,
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দনি পেন্নাই গ্রামের শাহজালাল মিয়ার
ছেলে মো: শরীফ (২৩), আবুল কালামের ছেলে নাঈম হাসান (২২), বারপাড়া ইউনিয়নের
ইছাপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (২৩), মনগৌর গ্রামের
দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) এবং হাসানপুর গ্রামের জালাল
উদ্দীনের ছেলে
তানভীর আহমদ (২২)।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়েরের পর আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।