Published : Saturday, 22 May, 2021 at 12:00 AM, Update: 22.05.2021 2:03:46 AM
মাসুদ আলম।।
কুমিল্লার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও দুই/তিন দিন অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিস। এই মৃদু তাপপ্রবাহে কুমিল্লা পুড়বে কাঠফাটা তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে। শুক্রবার কুমিল্লায় ৩৭.০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শনিবার (২২ মে) বিকাল নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ। যা পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এরপর শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এ রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় আগামী ২৬ মে নাগাদ ভারতের উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের উপকূল এবং বাংলাদেশের সাতীরা ও খুলনা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। ধেয়ে আসা ঘুর্ণিঝড় ইয়াশের প্রভাব চট্টগ্রাম অঞ্চলে হালকা প্রভাবের সম্ভাবনা থাকলেও কুমিল্লায় আঘাতের সম্ভাবনা নেই। তবে দমকা/ ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কুমিল্লা জেলা আবহাওয়া কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, চলছে কালবৈশাখ ও প্রাক-বর্ষা মৌসুম। বর্ষার আগমনী বার্তা হিসেবে অন্যান্য বছরের চেয়ে এই বছর খুব কম বৃষ্টি হচ্ছে। বায়ুমন্ডলের বিভিন্ন কারণে এবং জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে কাক্সিক্ষত মাত্রায় বৃষ্টি হচ্ছে না। কুমিল্লা জেলায় গত ৪/৫ থেকে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও ২/৩ দিন। এই মৃদু তাপপ্রবাহে শুক্রবার কুমিল্লা ৩৭.০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত (২৫ এপ্রিল) কুমিল্লা সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা রেকর্ড করা হয়। যা ছিলো কুমিল্লায় এক যোগের সর্বোচ্চ তাপমাত্রা।
তিনি আরও জানান, এই মৃদু তাপপ্রবাহ আরও ২/৩ দিন অব্যাহত থাকলেও সঙ্গে অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।