ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে কনটেইনারে আগুন
Published : Saturday, 22 May, 2021 at 12:14 PM
চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে কনটেইনারে আগুনচট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট-সংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে রাখা একটি কনটেইনারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য জানান।

নিউটন দাশ বলেন, ‘৮ নম্বর ইয়ার্ডে রাখা ওই কনটেইনারে সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ওই কনটেইনারটি ছাড়া আর বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত ঘটে এটি জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।’

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নন-অ্যানিম্যাল হেলথ্ প্রোডাক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গত ৯ মে কনটেইনারটি চীন থেকে কেপ ওরিয়েন্ট জাহাজে চট্টগ্রাম বন্দরের নিয়ে আসে। কনটেইনারটিতে ওডিয়াম কার্বোনেট নামে এক ধরনের কেমিক্যাল ছিল। তারা ধারণা করছে, অতিরিক্ত তাপের কারণে কনটেইনার স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর স্লট হতে কন্টেইনারগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি নিরাপদে ৪ নম্বর গেট সংলগ্ন খালি একটি ইয়ার্ডে নিয়ে আসা হয়েছে।