Published : Saturday, 22 May, 2021 at 6:27 PM, Update: 22.05.2021 6:33:20 PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নোয়াখালীর আলোচিত-সমালোচিত আওয়ামী লীগ নেতা ও কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার (২২ মে) ওবায়দুল কাদেরের সংসদ ভবনের বাসভবনে দুই ভাইয়ের দেখা হয় বলে আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র দুই ভাইয়ের দেখা হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে আব্দুল কাদের মির্জা জানান, ছোটভাই শাহাদাৎ হোসেনের চিকিৎসার বিষয়ে তিনি বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। দুই ভাইয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। রাজনৈতিক সংকটসহ পারিবারিক নানা বিষয়ে বড়ভাই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
পরে নিজের ফেসবুক পেজে ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে আব্দুল কাদের মির্জা লেখেন, ‘আমার পিতৃতুল্য সহোদর বড় ভাই, বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক, যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন। আমরা সর্বদা রাজনীতি করেছি জনগণ ও জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখবো।’
তিনি আরও লেখেন, ‘মানুষের মান অভিমানের মধ্যে মানবজীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনও স্থায়ী হতে পারে না। সকল গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’