ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবার ব্যাটিং অর্ডার পাল্টাচ্ছে সৌম্যর!
Published : Saturday, 22 May, 2021 at 6:57 PM
আবার ব্যাটিং অর্ডার পাল্টাচ্ছে সৌম্যর!ক্যারিয়ারে এ পর্যন্ত বেশিরভাগ ম্যাচে ওপেন কিংবা তিন নম্বরে ব্যাটিং করেছেন সৌম্য সরকার। সব মিলিয়ে মোট পাঁচ পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা থাকলেও সৌম্য সবচেয়ে সফল ওপেনিংয়ে। তারপরও ‘ফিনিশার’ সৌম্যকে পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত নম্বরে পাঠানো হয়েছিল। সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে তিনে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ফের সাতে নেমে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান।

৬১ ওয়ানডের ক্যারিয়ারে ৩৭ ম্যাচ ওপেন করেছেন। তাতে ৩৩.৯৭ গড়ে তার রান ১ হাজার ১১৫। তবে ক্যারিয়ার শুরুই করেছিলেন তিন নম্বর পজিশনে। এখানে ১৬ ম্যাচ খেলে ৩৪.০৬ গড়ে করেছেন ৫৪৫ রান। পাঁচ থেকে সাত এই পজিশনে সৌম্য খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। সেখানে সাত নম্বরে ৩ ম্যাচে ৪৫, ছয় নম্বরে ১ ম্যাচে ১৯, পাঁচ নম্বরে ১ ম্যাচে করেছেন ৩ রান।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে পেয়েছেন ৩৩ রান। সাকিব তিন নম্বরে ব্যাটিং করায় সৌম্যকে নিশ্চিতভাবেই চলে যেতে হবে সাত নম্বরে।

সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনই আভাস দিলেন, ‘সৌম্য বোলিং করতে পারে, তাই সে ব্যাটিংয়ের নিচের দিকেই বিবেচনায় আছে। তবে টপ অর্ডারেও সে একজন অপশন। তিনে ব্যাট করেছে নিউজিল্যান্ডে। তার ওপর আস্থা আছে। সে মানসম্পন্ন একজন খেলোয়াড়। একটু ভাগ্য পক্ষে থাকতে হবে। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। এমন খেলোয়াড়দের সাপোর্ট দিতে হবে। ’