ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাজেটে এমপিওভুক্তির বরাদ্দ থাকছে
Published : Sunday, 23 May, 2021 at 12:00 AM
আসন্ন ২০২১-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ চাওয়া হবে। রিভাইজ বাজেটেও আরও বরাদ্দ চাওয়া হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য বরাদ্দ রেখে প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।  

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার কথা ছিল। তবে তা না দিয়ে নির্ধারিত বরাদ্দ প্রস্তাব সিলিং করে দিয়েছে অর্থ বিভাগ। তবে কত সিলিং করে দিয়েছে তা জানা যায়নি।  
আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চাইলেও ৫০ কোটি টাকায় সিলিং করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সুযোগ রেখে বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া রিভাইজ বাজেটেও বরাদ্দ চাইবো।’
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত মোট বাজেট বরাদ্দ প্রায় ৪৫ হাজার ৫৭২ কোটি ৪০ লাখ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ ৩৬ হাজার ৪২৭ কোটি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দ ৯ হাজার ১৫৪ কোটি ৪০ লাখ। অর্থ বিভাগের সিলিং করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ রাখা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিওভুক্তির জন্য কত টাকা বরাদ্দ রাখা তা জানাতে চাননি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।  তবে তিনি বলেন, ‘রিভাইজ বাজেটেও বরাদ্দ চাইবো।’
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের পিএস উপ-সচিব মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চাইলেও ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত করে তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ওই বছরের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান শর্ত পূরণ না করতে পারায় এমপিওভুক্তির তালিকা থেকে বাদ পড়ে।