ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফের বাড়লো সোনার দাম
Published : Sunday, 23 May, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক : বারো দিনের মধ্যে সোনার দাম প্রতি ভরিতে আরো ২ হাজার ৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম কার্যকর হলে দেশের বাজারে ভালমানের ২২ ক্যারেট সোনার গহনার দাম পড়বে ৭৩ হাজার ৪৮৩ হাজার টাকা বা ৬ হাজার ৩০০ টাকা প্রতিগ্রাম। শনিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে যদি বর্তমান হারে হারে দাম বাড়তে থাকে তবে দেশের বাজারে দামের আগের রেকর্ড ভাঙতে বেশি সময় লাগবে না। এর আগে ২০২০ সালে ৬ আগস্ট দেশের বাজারে ভালমানের সোনার গহনার সর্বোচ্চ দাম ওঠেছিল প্রতিগ্রাম ৬৬২০ টাকা বা ভরিপ্রতি ৭৭ হাজার ২২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সাথে আন্তর্জাতিক রুটে ফাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানা ধরণের দাপ্তরিক জটিলতার কারণে গোল্ড ডিলারগণ স্বর্ণবার আমদানি করতে পারছে না। এতে চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১০ মে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। ফলে চলতি মাসে দু’দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হল ৪ হাজার ৩৭৪ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের ৭০ হাজার ৩৩৩, ১৮ ক্যারেটের ৬১ হাজার ৫৮৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হবে।
গত ১০ মে থেকে দাম বেড়ে ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনা ৭১ হাজার ৪৪৩ টাকা, ২১ ক্যারেটের ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের ৫৯ হাজার ৫৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি গহনা ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হয়।
স্বর্ণের দাম বাড়লেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।