ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘লিডার’ এ তিন ‘লুকে’ বুবলী
Published : Monday, 24 May, 2021 at 6:12 PM
‘লিডার’ এ তিন ‘লুকে’ বুবলী‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে চিত্রনায়ক শাকিব খানের ‘ফার্স্ট লুক’ প্রকাশের দুই দিন পর প্রকাশ্যে এল নায়িকা শবনম বুবলীর ‘লুক’।

সোমবার বিকালে তা প্রকাশ করেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এতে তিনটি আলাদা লুকে দেখা গেছে বুবলীকে; এর মধ্যে শাড়ি পরা বাঙালি লুকের সঙ্গে পাশ্চাত্যের লুকও রয়েছে।

শাকিব-বুবলী জুটিকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন তরুণ পরিচালক তপু খান।

এর আগে শুক্রবার প্রকাশিত ছবির শাকিবের ‘ফার্স্ট লুক’ প্রকাশ করা হয়েছে; এতে শ্যেনদৃষ্টির একজন প্রতিবাদী নেতার ভূমিকায় দেখা গেছে তাকে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, মঙ্গলবার উত্তরায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সিনেমার মহরত ও শুটিং শুরু করা হবে।

“সবার সার্বিক সহযোগিতায় আমরা শুটিং লট সুন্দরভাবে সমাপ্ত করতে চাই। শাকিব খান ও বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।”

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ছবির ঘোষণা দেওয়া হয়। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।