ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রচণ্ড রোদের তাপে ডিম ভাজি করার ভিডিও ভাইরাল
Published : Monday, 24 May, 2021 at 6:16 PM
 প্রচণ্ড রোদের তাপে ডিম ভাজি করার ভিডিও ভাইরাল এটি কোনো চুলা নয়। নেই আগুন। কিন্তু ডিম ভাজা হয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব হলো? প্রচণ্ড রোদের তাপে তীব্র গরম হয়ে যাওয়া লোহার টুলে এই ডিম ভাজা হচ্ছে, শুধু তেল দিয়ে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঢাকার আশপাশের কোনো অঞ্চলের হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশু ডিম ভাজা কড়াই নিয়ে বসে আছে। আরেক পাত্রে ডিম ভেঙে মাখানো হয়েছে। নেই কোনো চুলা ও আগুন। এরপর ধীরে ধীরে কড়াইয়ে ডিম ছেড়ে দিচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে।

ঢাকাসহ সারাদেশেই দাবদাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রাহ বয়ে যাচ্ছে।