ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাই
Published : Monday, 24 May, 2021 at 8:32 PM
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর পুড়ে ছাইইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি উত্তরপাড়া গ্রামে অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ।
    এ ব্যাপারে মার্কেটের মালিক হাসান উল্লাহ জানান, উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি উত্তরপাড়া গ্রামে রোববার (২৩ মে) মধ্য রাতে বৈদ্যুতিক শক সার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে মার্কেটের ৩টি দোকান ঘর ও দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এরমধ্যে আমার একটি মুদি মাল ও বিকাশ দোকান, ডাক্তার এমদাদুল হকের একটি ওষুধের দোকান এবং অনিলের সেলুন দোকানে অগ্নিকান্ডের এ ঘটনায় পুড়ে যায়। এতে আমাদের প্রায় ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি ভাবে সহায়তা প্রদানের আশসাস দেন।