ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার টাকুই ও রামনগর এলাকায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ
Published : Monday, 24 May, 2021 at 8:35 PM
ব্রাহ্মণপাড়ার টাকুই ও রামনগর এলাকায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণইসমাইল নয়ন ॥
    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই ও মালাপাড়া ইউনিয়নের রামনগর এলাকায় কৃষক ও কৃষানীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ধান, পাট ও গম বীজ উৎপাদন, বিতরণ ও সংরক্ষণ প্রকল্পের আওতায় সোমবার (২৪ মে) সকালে ও দুপুরে ওই এলাকার কৃষক মাঠ স্কুলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
    কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান। এসময়, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপ সহকারী কৃষি কর্মকর্তা পাবলুস খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষক মাঠ স্কুলে অংশ গ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন ওই এলাকার কৃষক কৃষাণীবৃন্দ।