Published : Monday, 24 May, 2021 at 8:37 PM, Update: 24.05.2021 8:42:45 PM

ইসমাইল নয়ন ॥
মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কার্জ পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। সোমবার সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামে নির্মাণধীন এসব ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারদের জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে আর্থিক সহাওয়তা প্রদানের আশসাস দেন।
এসময় এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলাও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০০ গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এসব ঘর নির্মাণ করা হচ্ছে উপজেলা ৮টি ইউনিয়নের বিভিন্ন স্থানে। অল্প সময়ের মধ্যে গৃহহীনদের ঘর বুঝিয়ে দিতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তদরকিতে পুরোদমে ঘরের নির্মান কাজ চলছে। নির্মাণ কাজ শেষ হলেই অল্প সময়ের মধ্যে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হবে। পরে তিনি, সাহেবাবাদ ইউনিয়ন ভূমি কার্যালয় এবং উপজেলা ভূমি কার্যালয় পরিদর্শন করেন।
এসময়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি সদস্য আলী আহাম্মদ উপস্থিত ছিলেন।