চট্টগ্রামে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০২ জনে।
এরআগে গত ২৫ এপ্রিল চট্টগ্রামে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছিল। সে হিসেবে এক মাসের ব্যবধানে আরও একশ জনের মৃত্যু হলো।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তবে এখন পর্যন্ত এই প্রাণঘাতি ভাইরাসে মৃতদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৩৪ জন। বাকিরা জেলার ১৪টি উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি ও কক্সবাজারের একটিসহ মোট আটটি কেন্দ্রে ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সে হিসেবে শনাক্তের হার ১২ দশমিক ৩১ শতাংশ।
এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ৭৩৬ জনের। যার মধ্যে ৪২ হাজার ২১৬ জনই নগরীর বাসিন্দা।
করোনাভাইরাস সংক্রমণের শুরুতে গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল সাতকানিয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।
এরপর দুই মাসের মাথায় গত বছরের ১০ জুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায়।
এর ২৮ দিন পর ৭ জুলাই মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। সেদিন ছয়জন মারা গেলে, মৃতের সংখ্যা বেড়ে হয় ২০৪ জন।
এর প্রায় তিন মাস এক সপ্তাহ পরে গত বছরের ১৩ অক্টোবর দু’জনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৩০০।
এর পাঁচ মাস তিন সপ্তাহ পর চলতি বছরের ৬ এপ্রিল চারজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা চারশ ছোঁয়।
পরের ১৯ দিনে চট্টগ্রামে আরও একশ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। গত ২৫ এপ্রিল সাতজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে হয় ৫০৪ জন।