দুঃসংবাদ পেলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ইনজুরিতে পড়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলা হচ্ছে না তার।
ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকিটা হবে আবুধাবিতে।
মুলতান সুলতানসের হয়ে করাচিতে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন ৪১ বছর বয়স্ক আফ্রিদি। পিঠের চোট নিয়ে দর্শক হয়ে গেলেন টুর্নামেন্টে।
ডাক্তারের পরামর্শ মেনে এখন পূর্ণ বিশ্রাম চলে গেছেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।
শহীদ আফ্রিদির জায়গায় পিএসএল ফ্যাঞ্চাইজি মুলতান সুলতানস দলে টেনেছে বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদিকে।
গত মার্চে বেশ ক’জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হলে স্থগিত করা হয় পিএসএল। আসরের বাকি অংশ আগামী মাসে আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
আফ্রিদি মুলতান সুলতানসের হয়ে খেলছিলেন। করোনায় আসর স্থগিতের আগে ৫টি লিগ ম্যাচের চারটিতে খেলেন আফ্রিদি। দুই ইনিংসে মাত্র ৩ রান করেন তিনি। ১৫ ওভার বল করে নেন ২ উইকেট।
পাঁচ ম্যাচ খেলে মুলতান জিতেছে মাত্র এক ম্যাচে। টেবিলে আছে পঞ্চম স্থানে।