ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কিছু মুসলিম দেশে গুরুত্ব পাচ্ছে না উইঘুর ইস্যু!
Published : Tuesday, 25 May, 2021 at 3:02 PM
 কিছু মুসলিম দেশে গুরুত্ব পাচ্ছে না উইঘুর ইস্যু!চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কায় উইঘুর ইস্যু নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলো নীরব রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড পলিটিক্সি রিভিউয়ের এক প্রতিবেদনে, জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের প্রতি আচরণের সমালোচনা করে এই তথ্য প্রকাশ করা হয়।  

প্রতিবেদনে আরও জানা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সরকার এখন পর্যন্ত জিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডের সমালোচনা করা থেকে অনেকাংশে বিরত রয়েছে। যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে, বেইজিংয়ের সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, যদি তারা উইঘুরদের দমনের নিন্দা করে। চীনের সাথে প্রায় সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরই দৃঢ় সম্পর্ক রয়েছে, যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে।
এছাড়াও জোরালো অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু উইঘুরদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে চীন। অনেক দেশ এটাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। লাখ লাখ উইঘুরকে শিবিরে বন্দি করে তাদের ধর্ম সংস্কৃতিসহ জীবনাচরণ বদলে দেওয়া হচ্ছে। জনসংখ্যা যাতে না বাড়ে সেজন্য নারীদের বন্ধ্যা করে দেওয়া হচ্ছে।