ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাকিবকে টপকালেন মুশফিক
Published : Tuesday, 25 May, 2021 at 3:06 PM
সাকিবকে টপকালেন মুশফিকওয়ানডে ক্রিকেটে শীর্ষ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। তার পরেই দ্বিতীয়স্থানে ছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের চেয়ে ২৩ রান দূরে থেকে ইনিংস শুরু করেছিলেন মুশফিক। লাকশান সান্দাকানের বলে ডাবলস নিয়ে এবার সাকিববে ছাড়িয়ে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মঙ্গলবার ম্যাচ শুরুর আগে মুশফিকের রান ছিল ৬ হাজার ৪২৮। সাকিবকে টপকাতে মুশফিকের করতে হতো ২৩ রান। ৩৭ বলে ২৫ রান তুলে এই মাইলফলকে পৌঁছেছেন মুশফিক। শীর্ষে থাকা তামিমের বর্তমান রান ৭ হাজার ৫১৭। ২১৫ ম্যাচে ১৩ সেঞ্চুরি ও ৫১ হাফসেঞ্চুরিতে তামিম এই রান করেছেন। মুশফিক ২২৬ ম্যাচে ৭ সেঞ্চুরি ও ৪০ হাফসেঞ্চুরিতে ৬ হাজার ৪৫৩ রান করেছেন (এই রিপোর্ট লেখা পর্যন্ত)।

অন্যদিকে তৃতীয় স্থানে থাকা সাকিবের রান ৬ হাজার ৪৫১। মুশফিকের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে ৯ সেঞ্চুরি ও ৪৮ হাফসেঞ্চুরিতে এই রান করেছেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ৫ ম্যাচের দুটিতে ৪৩ ও ৫১ রান এলেও কিছুটা স্লো ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে।

অবশ্য নিজের মাইলফলকের দিনে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ত্রাতার ভূমিকাতে রয়েছেন মুশফিক। ৪ উইকেট পড়ে গেলেও দলকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১০৩ রান। মুশফিক ব্যাট করছেন ৪১ রানে, মাহমুদউল্লাহ ৮ রানে।