ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগুন লাগার ৫০ ঘণ্টা পর চার শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার
Published : Saturday, 29 May, 2021 at 1:04 PM
আগুন লাগার ৫০ ঘণ্টা পর চার শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধারভারতের পশ্চিমবঙ্গের নিউ ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগার ৫০ ঘণ্টা পর দগ্ধ চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার লাগা ওই কারখানাটির আগুন শনিবার সকালে নিয়ন্ত্রণে আসে। এর পর কারখানাটির ভিতর থেকে ওই শ্রমিকদের পোড়া মরদেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, মরদেহগুলি উদ্ধারের পর তাদের পরিবারের লোকেদের ডাকা হয়েছে শনাক্তকরণের জন্য। আগুন লাগার ৫০ ঘণ্টা পর ওই চার শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করা সম্ভব হল।

নিহত চার শ্রমিকের নাম সুব্রত ঘোষ, তন্ময় ঘোষ, অঙ্কিত সেন এবং স্বরূপ ঘোষ। বৃহস্পতিবার ভোরে আগুন লাগার পর থেকেই ভিতরে আটকা পড়েছিলেন তারা।

বৃহস্পতিবার ভোর রাতেই নিউ ব্যারাকপুরের তালবান্দার ওই গেঞ্জির কারখানায় আগুন লাগে। একটি তিনতলা বাড়ির ভিতরে রয়েছে ওই কারখানাটি। ওই বাড়িতেই একটি ওষুধের গুদাম এবং রঙের কারখানাও রয়েছে।

দমকলবাহিনী জানায়, কারখানার ভিতর গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। এ ছাড়া ওষুধের গুদামে রাখা ছিল প্রচুর পরিমাণে স্যানিটাইজার। রঙের কারখানায় ডিজেলও রাখা ছিল। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়েছে বলে জানান দমকলবাহিনীর কর্মকর্তারা।