ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু
Published : Saturday, 29 May, 2021 at 1:06 PM
সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যুসিলেট বিভাগে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৪ জন। এরমধ্যে ৪০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২২ জন। শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেলো ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, সুনামগঞ্জে পাঁচ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ২৪ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৬১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৮১ জন। এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৮০৯ জন, হবিগঞ্জে দুই হাজার ৪৯৫ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৪৭৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ জন। এরমধ্যে সিলেটের ১৭ জন ও মৌলভীবাজারের আরও পাঁচ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ১৫৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৩০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে দুই হাজার ৭২৪ জন, হবিগঞ্জে দুই হাজার ৭১ জন ও মৌলভীবাজারে দুই হাজার ৩৩০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে পাঁচ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৯ জন, সুনামগঞ্জ, হবিগঞ্জে ও মৌলভীবাজারে আরও পাঁচ জন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই সিলেটের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০৩ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩২৫ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।